Durgapur News : নিয়োগের দাবিতে ধুন্ধুমার ডিটিপিএসে, নামলো কমব্যাট ফোর্স

দু’পক্ষের মধ্যে বচসা থেকে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। একে অপরের বিরুদ্ধে স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বিশাল পুলিশ বাহিনী কোনও ক্রমে পরিস্থিতি সামাল দেয়। 

——————————————-

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৩০ ডিসেম্বর ২০২৩: নিয়োগের দাবিতে ধুন্ধুমার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ব সংস্থা দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনে ( ডিটিপিএস)। পরিস্থিতি সামাল দিতে নামলো কমব্যাট ফোর্স। ডিটিপিএসে পঞ্চম ইউনিট নির্মাণের প্রাথমিক কাজকর্ম শুরু হয়েছে। সেখানে কাজের দাবিতে কয়েকদিন ধরেই বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের নেতৃত্বে ভারতীয় মজদুর সংঘ (বিএমএস) আন্দোলন করছে। শনিবার সকালে তা চরমে ওঠে।

অভিযোগ, বিএমএসের শ্রমিকদের একজনকেও কাজ না দিয়ে আইএনটিটিইউসির ৮০ জনকে কাজ দেওয়া হয়েছে। শনিবার সকালে বিধায়কের নেতৃত্বে কারখানার সামনে চলছিল বিক্ষোভ। তখন কারখানার ভেতরে ঢুকতে যান ওই ৮০ জন ঠিকা কর্মী।  আইএনটিটিইউসির স্থানীয় নেতা রাজু বুটের অভিযোগ, ঠিকা কর্মীরা ঢুকতে গেলে বাধা দেন বিজেপি কর্মীরা।

দু’পক্ষের মধ্যে বচসা থেকে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। একে অপরের বিরুদ্ধে স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।বিশাল পুলিশ বাহিনী কোনও ক্রমে পরিস্থিতি সামাল দেয়। আইএনটিটিউসির দাবি, চতুর্থ ইউনিট বন্ধের সময়ে কাজ হারানো ৮০জনকেই কাজের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। বিধায়কের অভিযোগ, যদি কাজ হারানো তৃণমূল কর্মীরা ফের কাজ পান, তাহলে বিএমএসের কর্মীরা কেন কাজ পাবেন না? তাছাড়া, ঠিকা কর্মীদের অনেকে বহিরাগত বলেও অভিযোগ করেন তিনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Comment

error: Content is protected !!