এই পরিস্থিতিতে রোহিত কী সিদ্ধান্ত নিলেন? সাধারণ প্লেয়ার হিসাবে মুম্বই ইন্ডিয়ান্সেই থাকবেন না অন্য দলে যাবেন?
——————————————-
দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৬ ডিসেম্বর ২০২৩: এবারের আইপিএলে (IPL 2024) মুম্বই ইন্ডিয়ান্স রোহিত শর্মাকে অধিনায়ক পদ থেকে সরিয়ে দিয়েছে। তাঁর বদলে দায়িত্ব পেয়েছেন হার্দিক পাণ্ডিয়া। যা নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে তোলপাড় শুরু হয়েছে। আগাম কোনও ইঙ্গিত না দিয়ে আচমকা এভাবে রোহিতকে সরিয়ে দেওয়া, মেনে নিতে পারছেন না অনেকেই!
সমর্থকদের কেউ কেউ আবার মুম্বইয়ের জার্সি পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে মুম্বইয়ের ফলোয়ার হু হু করে কমছে। এই পরিস্থিতিতে রোহিত কী সিদ্ধান্ত নিলেন? সাধারণ প্লেয়ার হিসাবে মুম্বই ইন্ডিয়ান্সেই থাকবেন না অন্য দলে যাবেন?
রোহিত নিজে বিষয়টি নিয়ে মুখ খোলেননি। তবে এক সংবাদমাধ্যমের দাবি, রোহিত শর্মাকে নিতে চেয়েছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। আসলে রোহিত ইস্যুতে যেভাবে পাকে পড়েছে মুম্বই, তাতে যেভাবে হোক রোহিতকে দলে ধরে রাখতে বদ্ধ পরিকর মুম্বই। তবে আইপিএলের ট্রেড উইনডো খোলার পরে (IPL Auction 2024) রোহিত কী সিদ্ধান্ত নেন, সেটাই এখন দেখার!
দুর্গাপুরে ১০ কিমি ম্যারাথন
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।