দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৭ ডিসেম্বর ২০২৩: কার্শিয়াংয়ে ডাউহিল এলাকায় কালো চিতার (Black Cheetah) দেখা মিলেছে।বাগোরা এবং দিলারাম এলাকাতেও দেখা গিয়েছে কালো চিতা। আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। মাঝে মধ্যেই তাকে রাস্তা পারাপার করতে দেখা যাচ্ছে। তবে এখনও সেটির ছবি তোলা সম্ভব হয়নি। তবে এলাকায় কালো চিতার অস্তিত্ব আগেও ধরা পড়েছে। তাই নজরদারি বাড়িয়েছে বন দফতর।
জানা গিয়েছে, গত ২৪ এপ্রিল দার্জিলিংয়ের চিত্রা বাজারের কাছে রাস্তা পারাপার করার সময় একটি কালো চিতা বাঘের ছবি তোলেন এক গাড়ি চালক। ২০২২ সালে মানেভঞ্জন এলাকায় কালো চিতার দেহ উদ্ধার হয়। কালিম্পংয়ের নেওড়াভ্যালি জঙ্গলে মাঝে মাঝেই বিরল কালো চিতার দেখা মেলে। ২০২০ সালেও মিরিকের ওকাইতি চা বাগানের কাছে কালো চিতা দেখা গিয়েছিল।
WhatsApp Group
Join Now