দিল্লি সর্বাধিক ন’জন ক্রিকেটার কিনতে পারবে। তার মধ্যে চার জন বিদেশি ক্রিকেটার হতে পারেন।
——————————————-
দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৬ ডিসেম্বর ২০২৩: এবারের আইপিএলে (IPL 2024) দিল্লির জন্য কোন কোন প্লেয়ারের দিকে নজর রাখছেন দিল্লি ক্যাপিটালস এর ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়? গত বার দিল্লি প্লে-অফে ওঠার আগেই ছিটকে গিয়েছিল। এ বার যাতে আর তা না হয় তাই বহু আগে থেকেই ক্রিকেটার বাছাইয়ের কাজ শুরু করেছেন সৌরভ।
দিল্লির জন্য কলকাতায় ক্যাম্প করেছিলেন সৌরভ। এসেছিলেন ঋষভ পন্থ। ১৯ ডিসেম্বর আইপিএলের নিলাম। দিল্লির হাতে রয়েছে ২৮ কোটি ৯৫ লক্ষ টাকা। দিল্লি সর্বাধিক ন’জন ক্রিকেটার কিনতে পারবে। তার মধ্যে চার জন বিদেশি ক্রিকেটার হতে পারেন। এদিকে, নিলামের আগে সরফরাজ খান, মনীশ পাণ্ডে, রিলি রুসোদের ছেড়ে দিয়েছে দিল্লি।
মনে করা হচ্ছে, নিউ জ়িল্যান্ডের ড্যারিল মিচেল, উইকেটরক্ষক হিসাবে শ্রীকর ভরত, অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স, পাঞ্জাব কিংসের হয়ে আইপিএলে খেলা শাহরুখ খান, ইংল্যান্ডের হ্যারি ব্রুকের দিকে নজর রয়েছে দিল্লির। এবার নিলামের (IPL Auction 2024) ফলাফল কী হয় সেটাই এখন দেখার!
দুর্গাপুরে ১০ কিমি ম্যারাথন
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।