দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৫ জানুয়ারি ২০২৪: জাতীয় ভোটার দিবসে নতুন ভোটারদের উৎসাহ বাড়াতে ‘নম নব মতদাতা সম্মেলন’ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির। পাখির চোখ লোকসভা নির্বাচন। তাই দেশ জুড়ে ৫ হাজার শিবিরের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর ভার্চুয়াল সম্মেলনে যোগ দিয়েছেন হাজার হাজার নতুন ভোটার।
পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের সিটি সেন্টারেও প্রধানমন্ত্রীর ভার্চুয়াল সম্মেলনে যোগ দিয়েছেন কয়েকশো নতুন ভোটার। উপস্থিত ছিলেন বর্ধমান-দুর্গাপুরের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া, দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই, জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, সম্পাদক অভিজিৎ দত্ত প্রমুখ।
প্রধানমন্ত্রী নতুন ভোটারদের লোকসভা নির্বাচনে নিজের মত প্রয়োগের কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। মুসলিম মহিলাদের সম্মান দিচ্ছে বিজেপি সরকার। নতুন শিক্ষা নীতি চালু করেছে। দুর্নীতির বিরুদ্ধে লড়ছে বিজেপি। ভারতবর্ষের অর্থনীতির প্রশংসা করছেন সারা পৃথিবীর মানুষ। ভারত গোটা দুনিয়াকে দেখিয়ে দিচ্ছে কীভাবে দেশের উন্নয়ন করতে হয়। গরিবদের পাশে সব সময় রয়েছে বিজেপি সরকার।
সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া বলেন, “ভারতবর্ষের যুবসমাজের অধিকাংশই বিজেপির সঙ্গে যুক্ত। বিজেপি সরকারের ২৫ বছরের আগেই উন্নয়নের জোয়ার আসবে এবং বিকশিত ভারত তৈরি হবে।’’ তিনি কটাক্ষ করে বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর ‘দিদিকে বল’ কর্মসূচি বন্ধ হয়ে গেল কেন? বন্ধ হয়ে যাওয়ার কারণ ফোনে শিক্ষা দুর্নীতি থেকে টেট পরীক্ষার রেজাল্ট কেন বের হচ্ছে না এইসব শুনে শুনে কান ঝালাপালা হয়ে গেল দিদির। এখন কি কোথাও দেখা যাচ্ছে ‘দিদিকে বলো’ র বোর্ড?’’ তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রীর নম অ্যাপের মাধ্যমে সমস্যার কথা প্রধানমন্ত্রীকে সরাসরি জানাতে পারে সাধারণ মানুষ। সরকারের নিয়ে চর্চাও করতে পারে যে কেউ।’’
এদিকে কেন্দ্রীয় সরকারের ট্যাবলোতে দলীয় কর্মসূচি করে বিতর্কের মুখে বিজেপি যুব মোর্চা। তৃণমূল, বিজেপি দুই দলই ‘মিসডকল পার্টি’ বলে কটাক্ষ করেন সিপিএমের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার। অন্যদিকে, তৃণমূল নেতৃত্বের বক্তব্য, ‘‘এই সব হল ‘আইওয়াস’। মানুষ সব বোঝে। লোকসভা নির্বাচনে মানুষ ওদের বুঝিয়ে দেবে।’’ (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।