দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৯ মার্চ ২০২৪: সোমবার গভীর রাতে ১৯ নম্বর জাতীয় সড়কে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের বিধাননগর সংলগ্ন ইন্দো আমেরিকান মোড়ে যাত্রীবাহী বাসে আগুন লেগে যায়। দমকলের দুটি ইঞ্জিন কয়েক ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্বে আনে। বাসটিতে ৫০ জন যাত্রী ছিল। হতাহতের কোনও খবর নেই।
সূত্রের খবর, একটি যাত্রী বোঝাই বাস রাঁচি থেকে কলকাতার দিকে যাচ্ছিল। হঠাৎ ইন্দো আমেরিকান মোড়ে বাসটিতে ধোঁয়া বের হতে থাকে। চালক, খালাসি সহ যাত্রীরা বাস থেকে নেমে পড়েন। তারপরেই কুণ্ডলী পাকিয়ে আগুন বের হতে থাকে। ধোঁয়ায় থেকে যায় গোটা এলাকা।
খবর পেয়ে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ এবং দুর্গাপুরের দমকলের দুটি ইঞ্জিন।
( Dr. BC Roy Engineering College & Group of Instutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
দমকল বাহিনীর কয়েক ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট-সার্কিটের জেরে এই অগ্নিকাণ্ড। গত দশ দিনে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে ট্রাক, ছোট গাড়ি থেকে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাহলে কি ফিটনেস ছাড়াই চলছে যানবাহন, উঠছে প্রশ্ন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।