দুর্গাপুর দর্পণ, ৩০ জুন ২০২৪: পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান দুই জনেই চোর! এমন পোস্টারে ছেয়ে গিয়েছে এলাকা। সাত সকালে চায়ের দোকানে, হাটে-বাজারে, পাড়ায় সর্বত্র চর্চা চলছে। এমন পোস্টার দিল কে? প্রধান, উপপ্রধান দুই জনেই যদি চোর হন তাহলে পঞ্চায়েত চলবে কী করে? পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের খান্দরা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের নামে এমন পোস্টার পড়েছে এলাকায়। রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন, দেওয়ালে দেওয়ালে সাঁটানো পোস্টার, ‘চোর চোর চোর, খান্দরা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান গণেশ বদ্যকর চোর। খান্দরা গ্রাম পঞ্চায়েতের প্রধান চোর।’ খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দারা জানান, রবিবারে সকাল হতেই নজরে আসে, বেশ কিছু পোস্টার রয়েছে দেওয়ালে সাঁটানো। পোস্টারে লেখা ‘চোর চোর চোর, খান্দরা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান গণেশ বদ্যকর চোর। খান্দরা গ্রাম পঞ্চায়েতের প্রধান চোর।’ খান্দরা জুড়ে পড়ে গেল শোরগোল। এর আগে ১৯ জুন পানীয় জল সহ সঠিক পরিষেবার দাবিতে খান্দরা গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে তালা দিয়ে এলাকাবাসীদের সঙ্গে নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন পঞ্চায়েতের সদস্যরাই। কয়েকদিন পর ২৪ জুন উপপ্রধানকে পঞ্চায়েত কার্যালয়ের ভেতর আটকে রেখে গেটে তালা দিয়ে প্রধান ও উপ প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিলেন পঞ্চায়েত সদস্যরা। শাসকদলের গোষ্ঠীকোন্দলে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল সেদিন সকাল থেকেই।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
এবার, প্রধান আর উপপ্রধানের বিরুদ্ধে ‘চোর চোর চোর’ পোস্টার পড়ল এলাকায়। প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির এই পোস্টার ঘিরে বিড়ম্বনায় পড়েছেন জেলা তৃণমূল নেতৃত্বও। যদিও খান্দরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গণেশ বাদ্যকর বলেন, “যারা কাজের মানুষ হয় তাদের নিয়েই সমালোচনা হয়। যদি আমরা দুর্নীতিগ্রস্ত কেউ প্রমাণ করতে পারেন, তাহলে যা শাস্তি হবে মাথা পেতে নেব। তবে এইসব পুরোপুরি বিরোধীদের চক্রান্ত।” কটাক্ষের সুরে জেলা বিজেপি নেতৃত্ব বলেন, “প্রকাশ্যে আসছে প্রধান আর উপ প্রধানের দুর্নীতি। আমরা বিরোধীরা নই, সেই অভিযোগ তুলছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের সদস্যরাই। নিজেদের দোষ ঢাকতে বিজেপির ঘাড়ে দোষ চাপানো হচ্ছে।”
মুখ্যমন্ত্রীর কড়া বার্তাই সার, দুর্গাপুরের পার্ক এখন খাটাল! নির্বিকার পুরসভা
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।