দুর্গাপুর দর্পণ ডেস্ক: টানা ১৬ দিন জেরার পরে অবশেষে সোমবার সন্ধ্যায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করল সিবিআই। গত কয়েক দিনের মতো সোমবারেও সিবিআইয়ের সিজিও কমপ্লেক্স দফতরে আসেন সন্দীপ ঘোষ। কিন্তু সন্ধ্যা নাগাদ সন্দীপকে গাড়িতে চড়িয়ে বেরিয়ে যায় সিবিআই। শেষ পর্যন্ত সিবিআই সন্দীপকে নিজাম প্যালেসে নিয়ে গিয়ে গ্রেফতার করে।
গত ৯ অগস্ট আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পর থেকেই তৎকালীন অধ্যক্ষ সন্দীপের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। গত ১৫ আগস্ট আরজি কর কান্ডের তদন্তের ভার কলকাতা হাইকোর্ট দেয় সিবিআইকে। সেদিন তাঁকে প্রথম বার তলব করে সিবিআই।হাজিরা দেননি তিনি। পর দিন তাঁকে অবশ্য রাস্তা থেকে সোজা সিবিআই গাড়িতে তুলে নিয়ে যায় সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
গত ১৮ দিনে ১৫ বার সিবিআইয়ের জেরার মুখোমুখি হয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। মোট প্রায় ১৫০ ঘণ্টা জেরা করা হয়েছে তাঁকে। ২৫ আগস্ট তাঁর বাড়িতেও হানা দিয়েছিলেন সিবিআইয়ের আধিকারিকেরা। শনি ও রবিবার সন্দীপ সিবিআই দফতরে আসেননি। তবে সোমবার সকালে ফের সিজিও কমপ্লেক্সে আসেন তিনি। সন্ধ্যায় তাঁকে গ্রেফকার করে সিবিআই। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।