কলকাতা: রাজ্য জুড়ে প্রাক মাধ্যমিক পরীক্ষার আয়োজন করল কলকাতার বিধান শিশু উদ্যান। পরীক্ষার নাম ‘প্রয়াস মক টেস্ট’। মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার জন্য বহু বছর ধরে এই প্রাক মাধ্যমিক পরীক্ষার আয়োজন করে আসছে বিধান শিশু উদ্যান কর্তৃপক্ষ। এর ফলে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কার্যত প্রাথমিক অভিজ্ঞতা পেয়ে যায় পরীক্ষার্থীরা যা তাদের কাজে লাগে আসল মাধ্যমিক পরীক্ষার সময়।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
সংস্থার সম্পাদক গৌতম তালুকদার জানিয়েছেন, রাজ্য জুড়ে ১০৬ কেন্দ্রে বিভিন্ন স্কুলের ৫ হাজারের বেশি মাধ্যমিক পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেছে এবছর। ইংরেজি, বাংলা, ভুগোল, ইতিহাস বিষয়ে ইতিমধ্যেই প্রাক পরীক্ষা হয়ে গিয়েছে। আরও ৩টি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। গত ১৮ অক্টোবর প্রয়াস মক টেস্ট শুরু হয়েছে। শেষ হবে ২৪ অক্টোবর। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।