দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৩১ ডিসেম্বর ২০২৩: ভিক্ষুকও ছাড় পেল না সাইবার প্রতারকদের হাত থেকে! মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকলের মোস্তাফিজুর রহমানকে কিছুদিন আগে ফোন করে জানানো হয়, তিনি পুরস্কার জিতেছেন। ১ লক্ষ ৮০ হাজার টাকা ও পাঁচআনা সোনার আংটি পাবেন তিনি।
গত ১৮ ডিসেম্বর তাঁকে পোস্ট অফিস থেকে তাঁকে ফোন করে জানানো হয়, তাঁর নামে পার্সেল এসেছে। ছাড়াতে গেলে ১৫৭৫ টাকা লাগবে। তাঁর স্ত্রী ওই টাকা দিয়ে পার্সেলটি নিয়ে বাড়ি আসেন। খুলে দেখা যায়, ভিতরে একটি টিনের আংটি এবং দুটি সাদা কাগজ রয়েছে।
মোস্তাফিজুর এরপর যে ঠিকানা থেকে পার্সেল পাঠানো হয়েছে, ওড়িশার সেই ঠিকানায় যোগাযোগ করলে ফোনে তাঁকে জানানো হয়, ঠিকানা ঠিক আছে কিনা তা জানতে এটা করা হয়েছে। এবার আসল পুরস্কার যাবে! কিন্তু কেন তাঁকে প্রতারকরা এই পরিস্থিতির মধ্যে ফেললেন, বুঝে উঠতে পারছেন না তিনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।