আবারও পিছিয়ে গেল জনগণনা, কবে হবে?

WhatsApp Group
Join Now
দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৩ জুলাই ২০২৩: আবারও পিছিয়ে গেল জনগণনা (census)। শেষবার হয়েছিল ২০১১ সালে। প্রতি দশ বছরে একবার করে হওয়ার কথা। সেই হিসাবে ২০২১ সালে হওয়ার কথা ছিল। কিন্তু করোনার জন্য পিছিয়ে ২০২৩ সালে হবে বলে জানানো হয়েছিল। সম্প্রতি রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার (Registrar General of India) দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়ে জানিয়েছেন, ২০২৪-২০২৫ অর্থবর্ষে জনগণনার লক্ষ্য়মাত্রা স্থির করা হয়েছে।