দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৯ ডিসেম্বর ২০২৩: কাতারে (Qatar) বন্দি ৮ ভারতীয় প্রাক্তন নৌসেনা কর্মীর ফাঁসির সাজা রদ করা হয়েছে! চরবৃত্তির অভিযোগে ২০২২ সালের আগস্টে ওই আটজনকে গ্রেফতার করে কাতারের গোয়েন্দা বিভাগ। অক্টোবরে ধৃতদের অক্টোবরে ফাঁসির সাজা শোনানো হয়।
এরপরেই ভারতের তরফে সাজা পুনর্বিবেচনার আর্জি জানিয়ে মামলা শুরু হয়। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, অবশেষে তাঁদের ফাঁসি রদ করেছে আদালত। বদলে কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে। এই ফাঁসি রদকে ভারতের ‘কূটনৈতিক জয়’ হিসেবে দেখছে ওয়াকিবহাল মহল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
WhatsApp Group
Join Now