দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৯ ডিসেম্বর ২০২৩: আইপিএলের (IPL) নিলাম (IPL Auction 2024) চলছে। মোট ক্রিকেটার ৩৩৩ জন, যাঁদের মধ্যে ২১৪ জন ভারতীয় ক্রিকেটার। দেখা নেওয়া যাক, আপাতত কোন দল কাকে কিনে নিল। কে কতটা দল গুছিয়ে নিল নিলাম শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই।
জানা গিয়েছে, ৬ কোটি ৪০ লক্ষ টাকায় লখনউ নিল জোরে বোলার শিবম মাভিকে। উমেশ যাদবকে ৫ কোটি ৮০ লাখ টাকায় নিল গুজরাট। আলজারি জোসেফকে নিয়ে লড়াই চলছিল চেন্নাই, দিল্লি, লখনউ, ব্যাঙ্গালুরুর মধ্যে। শেষ পর্যন্ত ১১ কোটি ৫০ লাখ টাকায় ক্যারিবিয়ান পেসারকে নেয় ব্যাঙ্গালুরু।
চেতন সাকারিয়াকে ৫০ লাখ দিয়ে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। তবে নিউজিল্যান্ডের জোরে বোলার লকি ফার্গুসনকে নিয়ে আপাতত কোনও দল ইন্টারেস্ট দেখায়নি বলে জানা গিয়েছে। একই পরিস্থিতি শ্রীলঙ্কার উইকেটকিপার কুশল মেন্ডিস, ইংল্যান্ডের উইকেটকিপার ফিলিপ স্লট, অস্ট্রেলিয়ার উইকেটকিপার জস ইংলিশের। তবে দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার ক্রিস্টিয়ান স্টাবসকে ৫০ লাখে কিনল দিল্লি।
এবারের নিলামে ২০ কোটির রেকর্ড ভাঙেন প্যাট কামিন্স। ২০ কোটি ৫০ লাখ টাকায় তাঁকে নেয় হায়দরাবাদ। তবে মিচেল স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখ টাকায় কলকাতা কিনে চমক দেয়। স্টার্কই হলেন এবারের সবচেয়ে দামি খেলোয়াড়। ১১ কোটি ৭৫ লাখ টাকায় হর্ষল প্যাটেলকে কিনে নিল পাঞ্জাব। এছাড়া ১৪ কোটি টাকায় ড্যারিল মিচেল, এবং ৪ কোটি টাকায় শার্দূলকে কিনেছে চেন্নাই। ৪ কোটি ২০ লাখ টাকায় পাঞ্জাবে গেলেন ক্রিস ওকস। জেরাল্ড কোয়েৎজে-কে ৫ কোটি টাকায় মুম্বই, রাচীনকে ১ কোটি ৮০ লাখ টাকায় চেন্নাই, ওয়ানিন্দু হাসরাঙ্গাকে ১ কোটি ৫০ লাখ টাকায় হায়দরাবাদ এবং আজমাতুল্লা ওমরজাইকে ৫০ লাখ টাকায় কিনল গুজরাট।
পাঞ্জাব ইংল্যান্ডের জোরে বোলার ক্রিস ওকসকে ৪ কোটি ২০ লাখ টাকায় নিয়ে গেল। নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারিল মিচেলকে চেন্নাই কিনল ১৪ কোটি টাকায়। জোরে বোলার হর্ষল প্যাটেলকে ১১ কোটি ৭৫ লাখ টাকায় কিনল পাঞ্জাব। জেরাল্ড কোয়েৎজে-কে ৫ কোটি টাকায় কিনে নেয় মুম্বই। এছাড়া রভম্যান পাওয়েল ৭ কোটি ৪০ লাখ টাকায় রাজস্থানে, ট্রাভিস হেড ৬ কোটি ৮০ লাখ টাকায় হায়দরাবাদে, হ্যারি ব্রুক ৪ কোটি টাকায় দিল্লিতে গেলেন।
দুর্গাপুরে ১০ কিমি ম্যারাথন
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।