সে গিয়ে তিপেশের মা যশোধাম্মার কাছে গিয়ে হাতের উপর মাথা নামিয়ে শুয়ে পড়ে। যশোধাম্মা বলেন, ‘‘ও তিপেশের মৃত্যতে শোকপ্রকাশ করছিল।’’
——————————————-
দুর্গাপুর দর্পণ, ডেস্ক, ৬ ডিসেম্বর ২০২৩: একটি কুকুরকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় যুবকের। এরপর ৮ কিমি দূরে সেই মৃত যুবকের বাড়িতে গিয়ে শোকপ্রকাশ করল সেই কুকুর! কর্ণাটকের (Karnataka) ঘটনা।
এরপরেই ঘটে সেই তাজ্জব ঘটনা! তিপেশের দেহ নিয়ে যাওয়ার গাড়ির সঙ্গে ৮ কিলোমিটার ছুটে তিপেশের বাড়ি যায় কুকুরটি! দাহকাজের পরে কুকুরটি তিপেশের বাড়িতে ঢোকার চেষ্টা করে। কিন্তু পাড়ার কুকুরদের প্রতিবাদে সে সেদিন ঢুকতে পারেনি বাড়িতে। তবে তিনদিন পরে সুযোগ বুঝে ঢুকে পড়ে বাড়ির ভিতর।
সে গিয়ে তিপেশের মা যশোধাম্মার কাছে গিয়ে হাতের উপর মাথা নামিয়ে শুয়ে পড়ে। যশোধাম্মা বলেন, ‘‘ও তিপেশের মৃত্যতে শোকপ্রকাশ করছিল।’’ তারপর থেকে কুকুরটি এখন তাঁদের বাড়িতেই থাকছে। তিপেশের বোন চন্দনা জানিয়েছেন, কুকুরটির উপর কোনও রাগ নেই তাঁদের। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।