You are currently viewing এক যুবকের সঙ্গে সিমরনের সম্পর্কের জেরেই কি তিন-তিনটে খুন?

এক যুবকের সঙ্গে সিমরনের সম্পর্কের জেরেই কি তিন-তিনটে খুন?

এলাকার এক যুবকের সঙ্গে যোগাযোগ ছিল সিমরনের। সে বিয়ে করতে চাইত সিমরনকে।

——————————————-

দুর্গাপুর দর্পণ, কাঁকসা, ১১ নভেম্বর ২০২৩: বাড়িতে ঢুকে ভর দুপুরে তিনজনকে খুন করল দুষ্কৃতী। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের কাঁকসার সারদাপল্লির ঘটনা। কয়েকদিন আগে সারদাপল্লির ধনঞ্জয় বিশ্বকর্মা সস্ত্রীক আসামে গিয়েছেন তাঁর বড় মেয়ের বাড়িতে। বাড়িতে ছিল ছোট মেয়ে সিমরান, বিশ্বকর্মার শাশুড়ি সীতাদেবী এবং শ্যালকের ছেলে সনু বিশ্বকর্মা। তাঁদের শ্বাস রোধ করে খুন করা হয় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

কিন্তু খুন করল কে? সিমরনের মা সংবাদমাধ্যমের সামনে অভিযোগ করেন, এলাকার এক যুবকের সঙ্গে যোগাযোগ ছিল সিমরনের। সে বিয়ে করতে চাইত সিমরনকে। কিন্তু সিমরন রাজি ছিল না। সেই যুবকই শুক্রবার তাঁদের বাড়িতে ঢুকেছিল। তবে খুনের কারণ কী সেটা নিয়ে ধন্ধে রয়েছেন তিনিও। পুলিশ ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করছে। 

দেখুন ভিডিও

 

(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply