দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৪ এপ্রিল ২০২৪: বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ পূর্ব বর্ধমানে প্রচারে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে ভোট মিটলে প্যাকিং করে বিহারে পাঠাবেন বলেছিলেন। এবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর থেকে তার পাল্টা দিলেন কীর্তি। তিনি বলেন, মেদিনীপুর থেকে প্যাকিং করে পাঠানো হয়েছিল। প্যাকিং না খুলেই আবার মেদিনীপুর পাঠিয়ে দেবে বর্ধমান-দুর্গাপুরের মানুষ।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466 )
বৃহস্পতিবার সকাল থেকে দুর্গাপুরের ২ ও ৩ নম্বর ওয়ার্ডে প্রচার করছেন কীর্তি। সঙ্গে রয়েছেন মন্ত্রী প্রদীপ মজুমদার। তীব্র দাবদাহ থেকে বাঁচতে কীর্তি কখনও আখের রস, কখনও কাঁচা আমের শরবত খাচ্ছেন। কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে কীর্তি বলেন, দেশে জমিদারি চলছে। জমিদারির মাধ্যমে দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। লোকসভা ভোটে সারা দেশের মানুষ তার জবাব দেবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)