মঙ্গলকোট: রবিবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের আস্তানা শরিফে অনুষ্ঠিত হল সাম্প্রদায়িক সম্প্রীতির উরস উৎসব। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, স্থানীয় বিধায়ক অপূর্ব চৌধুরী, মঙ্গলকোট পঞ্চায়েতের উপপ্রধান রহিম মল্লিক প্রমুখ। উরস উৎসবে বাংলাদেশ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ মঙ্গলকোটে ভিড় জমান। প্রেম, প্রীতি, ভালবাসার বার্তা দিতে এই উরস উৎসবের আয়োজন, জানান উৎসব কমিটির সম্পাদক তথা কলকাতা হাইকোর্টের এজেপি আনসার মন্ডল।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
উরস উৎসবের সভাপতিত্ব করেন বড় হুজুর কেবলা হজরত সৈয়দোনা ওয়া মাওলানা সৈয়দ শাহ ফাদিল এরশাদ রাশুদ আল কাদেরী। ছোট হুজুর কেবলা হজরত সৈয়দানা ওয়া মাওলানা সৈয়দ শাহ ওয়ামিকুল এরশাদ মিরশাদ আল কাদেরী উরস উৎসবে কোরাণ ও হাদিস সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। এদিনের উরসে দশ হাজারের বেশি ধর্মপ্রাণ মানুষের সমাগম হয়েছিল বলে জানা গিয়েছে। মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ” প্রতি বছর এই আস্তানা শরিফে আসি। শান্তি-সৌভ্রাতৃত্বের মেলবন্ধন অটুট থাকুক, এই কামনা করি।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।