দেশের বিভিন্ন ফার্মেসি কলেজকে নিয়ে কনফারেন্স চলছে দুর্গাপুরে

দেশের বিভিন্ন ফার্মেসি কলেজকে নিয়ে কনফারেন্স চলছে দুর্গাপুরে
WhatsApp Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শুক্রবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের বিধাননগরের ডা. বি. সি. রায় কলেজ অফ ফার্মেসি অ্যান্ড এএইচএস-এ দেশের ফার্মেসির জনক হিসাবে পরিচিত প্রয়াত মহাদেব লাল শ্রফের নামে গড়ে তোলা অডিটোরিয়ামের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার। এদিনই সেই অডিটোরিয়ামে ড. বি. সি. রায় কলেজ অফ ফার্মেসি অ্যান্ড এএইচএস-র তরফে ফার্মেসি বিষয়ক দুই দিনের জাতীয় কনফারেন্স ন্যাটকন (NATCON) শুরু হয়।

কনফারেন্সের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন ন্যাটকনের প্রধান পৃষ্ঠপোষক তথা কলেজ সোসাইটির সভাপতি ডা. সত্যজিৎ বসু, ন্যাটকনের পৃষ্ঠপোষক তথা সম্পাদক তরুণ ভট্টাচার্য, প্রধান উপদেষ্টা ড. সৈকত মৈত্র, Forsee Consultant (গুজরাট ও টরন্টো, কানাডা) এর বিজ্ঞানী এবং সভাপতি অধ্যাপক ড. ভাস্বত সুন্দর চক্রবর্তী প্রমুখ। সম্মেলনের উদ্বোধন করেন ফার্মেসি কলেজের অধ্যক্ষ ড. সমীর কুমার সামন্ত। মন্ত্রী ডিজিটাল মাধ্যমে কনফারেন্সের স্মারক এবং সারাংশ পুস্তিকা প্রকাশ করেন। বি. ফার্মের তৃতীয় বর্ষের ছাত্র সাগ্নিক বণিকের সরস্বতী বন্দনার মধ্য দিয়ে কনফারেন্স শুরু হয়। কনফারেন্সের থিম হল: ‘Beyond Boundaries: Pioneering the Next Wave of Therapeutic Solutions’। দেশের ২১টি ফার্মেসি কলেজের প্রায় ২৫০ জন প্রতিনিধি কনফারেন্সে যোগ দিয়েছেন।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

আরও পড়ুন- আইটিতে চাকরির অবারিত দ্বার খুলে দেওয়ার উদ্যোগ নিল BCREC

অধ্যক্ষ ড. সমীর কুমার সামন্ত তাঁর উদ্বোধনী ভাষণে বলেন, “এই কনফারেন্স ফার্মেসির এখন পর্যন্ত অনাবিষ্কৃত দিকগুলি খুঁজে বের করবে।” ডা. সত্যজিৎ বসু বলেন, “স্বাস্থ্য সেবার নানা দিক বিকশিত হচ্ছে। এ ক্ষেত্রে ফার্মেসির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”। তরুণ ভট্টাচার্য বলেন, “২০২৬ সালের জানুয়ারিতে ডা. বি. সি. রায় কলেজ অফ ফার্মেসি অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেসে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তুতি চলছে। সারা দেশের বিজ্ঞানীরা অংশগ্রহণ করবেন সেই সম্মেলনে।” মন্ত্রী প্রদীপ মজুমদার আগত বিভিন্ন ফার্মেসি কলেজের প্রতিনিধিদের কাছে ভালোভাবে শিক্ষাদানের পাশাপাশি শিক্ষার্থীদের স্বপ্ন দেখানোর আহ্বান জানান। তিনি বলেন, “গবেষণা প্রতিষ্ঠানগুলিতে মৌলিক গবেষণার উপর মনোযোগ দেওয়া উচিত।” তিনি আরও বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের ৩৮ শতাংশ বিজ্ঞানী ভারতীয়।” অধ্যাপক ভাস্বত সুন্দর চক্রবর্তী ছিলেন সম্মেলনের মূল বক্তা। তিনি তাঁর বক্তব্যে ‘Productive and Innovative Pharmaceutical Research in India : Opportunity Areas for Upcoming Pharma Scientists’ বিষয়ে আলোচনা করেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
দেশের বিভিন্ন ফার্মেসি কলেজকে নিয়ে কনফারেন্স চলছে দুর্গাপুরে
News
দেশের বিভিন্ন ফার্মেসি কলেজকে নিয়ে কনফারেন্স চলছে দুর্গাপুরে
:
দুর্গাপুরের ফুলঝোড়ের ডা. বি. সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজে দেশে ফার্মেসির জনক হিসাবে পরিচিত প্রয়াত মহাদেব লাল শ্রফের নামে গড়ে তোলা অডিটোরিয়ামের উদ্বোধন করা হয়।
Published By
Publisher
Durgapur Darpan
Publisher Logo
error: Content is protected !!