
দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৯ জানুয়ারি ২০২৪: ভারত বিরোধিতার জের, গদি হারাতে পারেন মালদ্বীপের ‘চিনপন্থী’ প্রেসিডেন্ট মুইজ্জু! বিরোধীরা প্রেসিডেন্টের বিরুদ্ধে ইম্পিচমেন্ট প্রস্তাব আনার জন্য তৈরি হচ্ছেন। প্রধান বিরোধীদল মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টি খুব শীঘ্রই পার্লামেন্টে ইম্পিচমেন্ট প্রস্তাব পেশ করবে বলে জানা যাচ্ছে।
রবিবার মালদ্বীপের পার্লামেন্টে শাসকদল পিপলস ন্যাশনাল কংগ্রেস ও শরিক প্রগেসিভ পার্টি অফ মালদ্বীপের সাংসদদের সঙ্গে তুমুল হাতাহাতি হয় বিরোধী দল মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টির সাংসদদের। এরপরেই মুইজ্জুর সরকারের বিরুদ্ধে ইম্পিচমেন্ট প্রস্তাব আনার সিদ্ধান্ত নেয় মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
WhatsApp Group
Join Now