দুর্গাপুর দর্পণ, অন্ডাল, ৩১ জুলাই ২০২৪: পুকুর ভরাটের অভিযোগ উঠল পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) অন্ডালের রামপ্রসাদপুর পঞ্চায়েতের দামোদর কলোনি এলাকায়। স্থানীয় যুবক সোনু যাদব অভিযোগ করেন, দামোদর কলোনি এলাকায় প্রায় ৫০ বছরের পুরনো তেঁতুল পুকুর ভরাট করছে জমি মাফিয়ারা। পুকুরের পাড়ে বড় বড় গাছও কেটে ফেলার মতলবে ছিল মাফিয়ারা। তিনি চলে আসায় তাঁকে দেখে পালিয়ে যায় গাছ কাটতে আসা লোকজন।
সোনু জানান, ধীরে ধীরে একটু একটু করে পুকুর ভরাট করে ফেলা হচ্ছে। এলাকারই এক ব্যক্তি একাজ করছে। ট্রাক্টরে করে ছাই মাটি এনে ঢালা হচ্ছে। সোনু বলেন, এলাকার বাসিন্দা মনু রায় এসবের পিছনে রয়েছেন। তিনি লোক লাগিয়ে গাছ কাটছেন, পুকুর ভরাট করছেন। অভিযোগ অস্বীকার করে মনু রায় জানান, পুকুর পাড়ে একটি দোকান করার পরিকল্পনা রয়েছে। তাই গাছের ডাল কাটা হচ্ছিল। গাছ কাটা হয়নি।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
পুকুরের অংশ বুজিয়ে পুকুর পাড়ে দোকান করা বেআইনি। সোনু জানান, ভূমি রাজস্ব দফতর ও বিডিওর কাছে অভিযোগ জানাবেন। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে মাটি ভরাটের কাজ বন্ধ করার দাবি জানিয়েছেন। রামপ্রসাদপুর পঞ্চায়েতের প্রধান কৃষ্ণা মন্ডল জানান, বিষয়টি তাঁর জানা নেই। তবে তিনি আশ্বাস দেন, ভূমি রাজস্ব দফতর ও বিডিওকে বিষয়টি দেখার আর্জি জানাবেন। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।