দুর্গাপুর: মৃত শ্রমিকদের পোষ্যদের কাজের দাবিতে ডিপিএলে বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি, বহিরাগত তৃণমূলের নেতার ছেলের নামে গেটপাস ইস্যু করা হচ্ছে। অথচ তাঁদের দীর্ঘদিনের নায্য দাবি পূরণে কোনও পদক্ষেপ করছেন না ডিপিএল কর্তৃপক্ষ। এদিন ডিপিএলের প্রশাসনিক ভবনের গেট বন্ধ করে বিক্ষোভ শুরু করে দেন তাঁরা।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
বিক্ষোভকারী কৃষাণ বেশরা বলেন, “আমাদের স্থানীয়দের কাজ দেওয়া হচ্ছে না। মৃত শ্রমিকদের পোষ্যদের কাজ দেওয়া হচ্ছে না। কিন্তু কাজ পাচ্ছে বহিরাগত তৃণমূল নেতাদের ঘনিষ্ঠরা। আমাদের দাবি পূরণ না হলে লাগাতার আন্দোলন হবে।” বিজেপির জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, “তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলই বিক্ষোভ করছে। বোঝাই যাচ্ছে ওই দলের কী হাল! তোলা দিলে কাজ মিলছে। না দিলে কাজ মিলছে না। ফলে দলের মধ্যেই কোন্দল শুরু হয়েছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।