দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৪ ডিসেম্বর ২০২৩: শনিবার শিয়ালদহ সংলগ্ন টাকি গার্লস প্রাথমিক বিভাগে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছাত্রীদের সারা বছরের মূল্যায়নের ভিত্তিতে পুরস্কার দেওয়া হয়। পঠন পাঠন ছাড়াও হাতের লেখা, অঙ্কন, অনুচ্ছেদ রচনা প্রভৃতি বিভাগে এবং পাঁচ জন মন্ত্রী এবং তাদের সহকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বেছে নেওয়া হয় বছরের সেরা ছাত্রী এবং স্কুলে বছরভর পূর্ণ উপস্থিতি থাকা ছাত্রীদের। বছরের সেরা দুজন শিক্ষিকাকেও বেছে নেওয়া হয়। উপস্থিত ছিলেন কলকাতা ১৭ নম্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সমীর মজুমদার, প্রাক্তন এআই ( স্কুল) সন্ধ্যা সামন্ত, প্রধান শিক্ষিকা সুনীতা দাশগুপ্ত, অন্যান্য শিক্ষিকা এবং অভিভাবকরা।
WhatsApp Group
Join Now