দুর্গাপুর দর্পণ, আসানসোল, ২৬ জানুয়ারি ২০২৪: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) আসানসোলে (Asansol) প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলনে তৃণমূলের ‘গোষ্ঠীদ্বন্দ্ব’। অশান্তির জেরে বন্ধ হয়ে যায় অনুষ্ঠান। আসানসোলের ৫৭ নম্বর ওয়ার্ডে ফতেপুর গ্রামে এই ঘটনা ঘটে।
এই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমিত মাজি। গ্রামের দুর্গামন্দিরের কাছে পতাকা উত্তোলন ও কম্বল বিলির অনুষ্ঠানে অতিথি হিসাবে আমন্ত্রণ করা হয় পাশের ৫৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমান তৃণমূল কাউন্সিলর সঞ্জয় নুনিয়ার বাবা রোহিত নুনিয়াকে। তা থেকেই সমস্যার সূত্রপাত।
রোহিত নুনিয়ার বিরুদ্ধে আগে থেকেই ক্ষোভ রয়েছে গ্রামবাসীর একাংশের। এদিন তা নিয়েই দু’পক্ষের মধ্যে গন্ডগোল বেধে যায়। গ্রামের ষোলোআনা কমিটির অভিযোগ, স্থানীয় কাউন্সিলরকে আমন্ত্রণ না জানিয়ে রোহিত নুনিয়াকে কেন আমন্ত্রণ করা হল? পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।