দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৪ জানুয়ারি ২০২৪: প্রাক্তন ইংলিশ তারকা ফুটবলার ট্রেভর সিনক্লেয়ার্সের মূল্যবান পরামর্শ পেয়ে উজ্জীবিত ভারতীয় ফুটবল দল। ট্রেভরের উপস্থিতিতে এশিয়ান কাপের (AFC Asian Cup 2023 ) অনুশীলন সারেন সুনীল ছেত্রীরা। অনুশীলন দেখে আশাবাদী ট্রেভর জানান, দলের সবাই যথেষ্ট প্রতিভাবান। কঠোর পরিশ্রমী।
সুনীল ছেত্রী সহ গোটা ভারতীয় দলকে আসন্ন বড় টুর্নামেন্টের আগে মূল্যবান পরামর্শ দেন ট্রেভর। এশিয়ান কাপের জন্য দোহায় প্রস্তুতি শিবির চলছে ভারতীয় দলের। সেখানেই দলের হেড কোচ ইগর স্টিম্যাচের সহকারী হিসেবে যোগ দেন ট্রেভর। তিনি জানান, ইগরের কোচিংয়ে দল উপকৃত হচ্ছে। তিনি আসন্ন টুর্নামেন্টের জন্য ভারতীয় দলকে সব রকমভাবে সাহায্য করবেন।
প্রসঙ্গত, ১৩ জানুয়ারি ভারতের প্রথম খেলা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। মোট ছ’টি গ্রুপে রয়েছে ২৪টি দল। ভারত আছে গ্রুপ বি-তে। প্রতিটি গ্রুপ থেকে সেরা দু’টি দল প্রি কোয়ার্টার ফাইনালে উঠবে। সেরা দুইয়ে না থাকতে পারলেও ছ’টি গ্রুপের তিন নম্বর দলগুলির মধ্যে সেরা চারটির মধ্যে থাকলেও ১৬ দলের নক আউট রাউন্ডে খেলার যোগ্যতা মিলবে। তাই ভারতকে গ্রুপ পর্বে তিনটির মধ্যে অন্তত দু’টি ম্যাচে জিততেই হবে। এই টুর্নামেন্টে ১৯৬৪-তে রানার্স হয়েছিল ভারত। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।