দুর্গাপুর: মাস দুয়েক আগে পাণ্ডবেশ্বর থানার কেন্দ্রা পঞ্চায়েতের ডালুরবাঁধ ৮ নম্বর ইসিএল আবাসন থেকে উদ্ধার হয় ইসিএল কর্মীর ক্ষতবিক্ষত দেহ। মৃতের নাম বুলবুল দেবী (৪৪)। গলার বাঁদিকে আঘাতের চিহ্নের পাশাপাশি রক্তের ছোপ ছিল। পাণ্ডবেশ্বর থানায় সাংবাদিক বৈঠক করে ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা জানান, অশোক পাশওয়ান ও রোহিত পাশওয়ানের নামে খুনের অভিযোগ করে মৃত মহিলার মেয়ে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
তদন্তে নেমে পাণ্ডবেশ্বর থানার পুলিশ প্রথমে গ্রেফতার করে রোহিত পাশওয়ানকে। তাকে জেরা করে অশোকের সন্ধানেও তল্লাশি শুরু করে পুলিশ। ১৫ নভেম্বর পাণ্ডবেশ্বর রেলস্টেশন থেকে অশোককে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করে উদ্ধার হয় একটি ভোজালি, একটি ফোন ও একটি রুমাল। বুলবুলদেবীর সাথে একই বাড়িতে থাকত অশোক পাশওয়ান। তখনই কোনও বিবাদ হয়েছিল। সেই বিবাদ থেকেই এই খুন বলে প্রাথমিক অনুমান। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।