You are currently viewing বর্ধমান শহরে মেট্রো রেলের দুটি লাইন! কী বলছে রেল?

বর্ধমান শহরে মেট্রো রেলের দুটি লাইন! কী বলছে রেল?

  • Post category:জেলা

দুর্গাপুর দর্পণ, বর্ধমান, ৪ সেপ্টেম্বর ২০২৩: বর্ধমান শহরে (Bardhaman) চালু হবে মেট্রো রেল। দুটি লাইন চূড়ান্ত হয়েছে। প্রথমটি আলিশা বাসস্ট্যান্ড থেকে বর্ধমান স্টেশন। দ্বিতীয়টি বর্ধমান স্টেশন থেকে নবাবহাট বাসস্ট্যান্ড। ২০২৫-২০২৭ সালের মধ্যে কাজ শুরু হবে। শেষ হবে ২০৩৩ সালে। এমন একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।অনেকেই এই পোস্ট দেখে খুব খুশি। কারণ, বর্ধমান শহরের দুই প্রান্তে দুই বাসস্ট্যান্ড থেকে স্টেশন এখন বেশ দূরে। মেট্রো চালু হলে সরাসরি খুব সহজে যানজয় এড়িয়ে স্টেশনের সঙ্গে যোগাযোগ তৈরি হবে। তাছাড়া শহরের ভিতরের যোগাযোগও উন্নত হবে। কিন্তু রেল জানিয়ে দিয়েছে, এটি একেবারেই ‘ফেক নিউজ’। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

 

Leave a Reply