দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৯ মার্চ ২০২৪: ভোটের কালি আসে কোথা থেকে? কে বানায়? কত দাম? অনেকের মনেই এই সব প্রশ্ন জাগে। অনেকেই উত্তর খোঁজার চেষ্টা করেন। তাঁদের জন্যই এই প্রতিবেদন। জানা গিয়েছে, মাইসোর পেন্টস অ্যান্ড বার্নিস লিমিটেড( MPVL) এই ধরনের কালি সরবরাহ করে। এবারের লোকসভা ভোটেও তারাই কালি সরবরাহের দায়িত্ব পেয়েছে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
লোকসভা ভোটের জন্য ২৬.৫৫ লাখ ভায়াল লাগে। একটি ভায়ালে ১০ মিলিগ্রাম কালি থাকে। একটি ভায়াল দিয়ে ৭০০ ভোটারের আঙুলে কালি দেওয়া যায়। গতবার প্রতি ভায়ালের দাম ছিল ১৬০ টাকা। এবার তা বেড়ে হয়েছে ১৭৪ টাকা। সব মিলিয়ে কালির জন্য় মোট খরচ পড়ছে প্রায় ৫৫ কোটি টাকা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
#2024LokSabhaElection