দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৩ ফেব্রুয়ারি ২০২৪: চতুর্থ বাঁ-হাতি ভারতীয় ব্যাটার হিসাবে টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। এছাড়াও, সুনীল গাভাসকর এবং বিনোদ কাম্বলির পর তৃতীয় কনিষ্ঠ ব্যাটার হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরির মালিক তিনি।
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিন ১৭৯ রানে অপরাজিত থেকে ক্রিজ ছাড়েন যশস্বী জয়সওয়াল। শনিবার টেস্টের দ্বিতীয় দিনে খেলার শুরুতেই তিনি ডাবল সেঞ্চুরিতে পৌঁছে যান। শেষ পর্যন্ত ২৯০ বলে ২০৯ রান করেন তিনি। তাঁর আগে টেস্টে বাঁহাতি ব্যাটার হিসাবে ডাবল সেঞ্চুরি করেছেন সৌরভ গাঙ্গুলি, বিনোদ কাম্বলি ও গৌতম গম্ভীর। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
WhatsApp Group
Join Now