September 29, 2023

আমেরিকার নিউ ইয়র্কে পথেঘাটে ঘুরছেন ১ লক্ষ গৃহহীণ মানুষ!

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৩০ জুন ২০২৩: আমারিকা (USA) মানেই ঝকঝকে তকতকে সুন্দর সব শহর ও গ্রাম। যেন আর্থিক বৈভবের শেষ কথা! অথচ সেখানকার নিউ ইয়র্ক শহরে (New York) নাকী ১ লক্ষ গৃহহীণ মানুষ খাবার ও আশ্রয়ের খোঁজে কার্যত পথেঘাটে ঘুরে বেড়াচ্ছেন। এক রিপোর্টে জানা গিয়েছে এই ভয়াবহ তথ্য।

রিপোর্ট অনুযায়ী, ২০২২ সাল থেকে প্রচুর সংখ্যায় শরণার্থী (Migrants) নিউ ইয়র্কে এসেছেন। তাঁদের মধ্যে ৯৫ শতাংশ মানুষ এখনও আশ্রয়হীন। এই সব শরণার্থীদের ভবিষ্যৎ বড় প্রশ্নের মুখে। মার্কিন সরকার কার্যত হিমশিম খাচ্ছে তাঁদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করতে। কিন্তু সমস্যা কতদিনে এবং কীভাবে মিটবে তা নিয়ে সংশয় রয়েছে। কারণ, দিন  দিন শরণার্থীর সংখ্যা বেড়েই চলেছে।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: