September 28, 2023

Durgapur News: তৃণমূল নেতার মাথা বাঁচাতে ছাতা ধরে মঞ্চে দাঁড়িয়ে পুলিশ! ভাইরাল ভিডিও

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৩০ জুন ২০২৩: মঞ্চে বক্তব্য রাখছেন এক তৃণমূল নেতা। আচমকা বৃষ্টি নামতেই মাথায় ছাতা ধরে দাঁড়িয়ে পড়লেন এক পুলিশ কর্মী। এমন ঘটনা আখছাড় ঘটছে এই রাজ্যে। এটা এখন আর নতুন কিছু নয়। কিন্তু কাঁকসার এই ঘটনা আলোচনার কেন্দ্রে এসেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এটা নিয়ে টুইট করার পরে।

পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) কাঁকসার পানাগড়ে পঞ্চায়েত নির্বাচন (WB Panchyat Election) উপলক্ষে তৃণমূলের সভা ছিল। সেখানেই দেখা যায়, মঞ্চে নির্বাচনী বক্তব্য রাখছেন দুর্গাপুরের তৃণমূল নেতা প্রভাত চট্টোপাধ্যায়। বৃষ্টির হাত থেকে তাঁকে বাঁচাতে মাথায় ছাতা ধরে ঠায় দাঁড়িয়ে আছেন এক পুলিশ কর্মী। এই ঘটনা নিয়েই টুইট করেছেন শুভেন্দু।

শুভেন্দু টুইটে লিখেছেন, নির্বাচনী আচরণবিধি লাগু রয়েছে। এই অবস্থায় পুলিশ যদি তৃণমূল নেতার মাথায় ছাতা ধরে দাঁড়িয়ে থাকে তাহলে কীভাবে আশা করা যায়, রাজ্যে স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হবে? তিনি সেই ঘটনার ভিডিও পোস্ট করেছেন টুইটে। দেখুন সেই ভিডিও।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: