দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৬ ফেব্রুয়ারি ২০২৪: একে আকাশ মেঘলা। তার উপর ভোরের কুয়াশা। চালক ঠিকমতো দেখতে না পেয়ে ট্রাক নিয়ে ধাক্কা মারে মহিলা শ্রমিকদের নিয়ে যাওয়া একটি যন্ত্রচালিত ভ্যানে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। পরে হাসাপাতালে আরও একজনের মৃত্যু হয়। জখম হয়ে হাসপাতালে ভর্তি আরও ১১ জন।
বীরভূমের (Birbhum) রামপুরহাট (Rampurhat) তারাপীঠের সংযোগস্থলে মুনসুবা মোড়ে দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোর চারটে নাগাদ। রামপুরহাট ১ ব্লকের চিতুরি গ্রাম থেকে ১৫ জন শ্রমিক যন্ত্রচালিত ভ্যানে ১৪ নম্বর জাতীয় সড়ক ধরে কাজে যাচ্ছিলেন মাড়গ্রামে। মল্লারপুরের দিক থেকে আসা একটি ছয় চাকার ট্রাক ভ্যানটিকে ধাক্কা মারে।
ভ্যানে থাকা সবাই ছিটকে পড়েন নীচে। তিন মহিলাকে পিষে দিয়ে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাসমনি সর্দার, লীলা লেট ও রাখি সর্দারের। রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে (Rampurhat Medical College Hospital) আরও একজনের মৃত্যু হয়। সেখানেই জখম হয়ে আরও ১১ জন ভর্তি রয়েছেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।