দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৬ ফেব্রুয়ারি ২০২৪: নির্বাচনের আগে জঙ্গী হানায় রক্তাক্ত পাকিস্তানে (Pakistan) মৃত্যু মিছিল শুরু হয়েছে। পাকিস্তানে ৮ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন। তার আগে সোমবার ভোরবেলায় খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলার চৌধান থানায় হামলা চালায় ৩০ জন জঙ্গির একটি দল। প্রায় আড়াই ঘণ্টা ধরে পুলিশের সঙ্গে তাদের গুলির লড়াই চলে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ পুলিশকর্মীর।
দিন পাঁচেক আগে খাইবার পাখতুনখোয়ার সিদ্দিকাবাদ ফটক বাজার এলাকায় নির্বাচনী প্রচারে বেরিয়ে জঙ্গীদের গুলিতে খুন হন প্রাক্তন প্রেসিডেন্ট ইমরান খানের দলের নেতা রেহান জাইব খান। গুলিতে জখম হন আরও তিন দলীয় সমর্থক। এই পরিস্থিতিতে নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবিও ওঠে বিভিন্ন মহলে। যদিও নির্বাচন কমিশন জানিয়েছে ৮ ফেব্রুয়ারিই নির্বাচন হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।