দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৮ জানুয়ারি ২০২৪: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের পাণ্ডবেশ্বরের অজয় নদ থেকে অবৈধভাবে বালি তুলে পাচার করা হয় মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম সহ বিভিন্ন এলাকায়। বুধবার রাতে ট্রাকে করে অজয়ের বালি পাচারের সময় পাণ্ডবেশ্বর থানার পুলিশ ৬জনকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার ধৃতদের দুর্গাপুর আদালতে তোলা হয়। ধৃত উত্তর ২৪ পরগনার হারোয়ার বাসিন্দা রিজাউল মোল্লা ও হাসান আলী মোল্লা, পূর্ব বর্ধমানের গলসির শুভ রুইদাস ও মুর্শিদাবাদের খড়গ্রামের মহেন্দ্রনাথ দাসের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। বাকি ২জনের ১৪দিনের জেল হাজতের নির্দেশ দেন বিচারক। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
WhatsApp Group
Join Now