দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১ জানুয়ারি, ২০২৪: নর্দমায় পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধার কাছ থেকে উদ্ধার হল নগদ ৬৪ হাজার টাকা! এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পূর্ব মেদিনীপুরের তমলুকে (Tamluk)। রবিবার সকালে তমলুকের হাসপাতাল মোড় এলাকায় নর্দমায় ওই বৃদ্ধাকে পড়ে থাকতে দেখেন স্থানীয় টোটোচালকেরা। তাঁরাই তাঁকে নর্দমা থেকে তোলার ব্যবস্থা করেন।
জানা গিয়েছে, সেই সময় বৃদ্ধার শরীরে কোনও কাপড় ছিল না। একটি টোটোয় থাকা কাপড় নিয়ে বৃদ্ধার গায়ে জড়িয়ে দিয়ে তাঁকে রাস্তার পাশে শুইয়ে দেওয়া টোটো চালকরা বাড়ি চলে যান। পরে ফিরে এসে তাঁরা দেখেন, বৃদ্ধার কাপড়ের মধ্যে নোটের বান্ডিল রয়েছে। খবর পেয়ে পুলিশ আসে। পুলিশ গুনে দেখে ৬৪ হাজার ১৫ টাকা রয়েছে। কীভাবে এত টাকা এল বৃদ্ধার কাপড়ের মধ্যে, তার উত্তর খুঁজছে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।