দুর্গাপুর দর্পণ ডেস্ক,১ জানুয়ারি, ২০২৪: চরম শোরগোল বিহারে (Bihar)। নিঃসন্তান মহিলাকে গর্ভবতী করতে পারলেই মিলবে কয়েক লক্ষ টাকা! এমন এক ভয়ঙ্কর প্রতারণা চক্রের খোঁজ পেয়েছে পুলিশ। আপাতত ৮জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে বলে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রতারণার ফাঁদ পেতে ফাঁসানো হত পুরুষদের। এরপর রেজিস্ট্রেশনের নাম করে হাজার হাজার টাকা গায়েব করে দেওয়া হত।অনলাইনে বেশ কিছুদিন ধরে রমরম করে কারবার চালাচ্ছিল এই প্রতারকরা। রীতীমতো এজেন্সি খোলা হয়েছিল। ‘অল ইন্ডিয়া প্রেগন্যান্ট জব এজেন্সি’!
গর্ভবতী করার জন্য পুরুষদের ১৩ লক্ষ টাকা রোজগারের টোপ দেওয়া হত। সফল না হলেও ৫ লক্ষ টাকা দেওয়ার লোভ দেখানো হত। তবে তার আগে রেজিস্ট্রেশনের নামে অনলাইনে ৭৯৯ টাকা নেওয়া হত। এছাড়া সিকিউরিটি ফি’ বাবদ ৫ থেকে ২০হাজার টাকা পর্যন্ত নেওয়া হত। বিহারের নওয়াদা এলাকার ঘটনা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।