Durgapur: গভীর রাতে সিটি সেন্টারের অভিজাত হোটেল থেকে গ্রেফতার ৯ যুবক-যুবতী

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১০ জুন ২০২৩: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের সিটি সেন্টারে একটি শপিং মল সংলগ্ন অভিজাত হোটেল থেকে শুক্রবার রাতে ৪জন যুবতী সহ মোট ৯জনকে গ্রেফতার করে পুলিশ। ‘গেট টুগেদার’ এর নাম করে সেখানে যা যা চলছিল তা মোটেও আইনি নয় বলে অভিযোগ পুলিশের। তাই অভিযান চালিয়ে ৯জনকে গ্রেফতার করা হয়।
এদিকে শনিবার সকালে বিজেপি মহিলা মোর্চার কর্মীরা হোটেলের সামনে বিক্ষোভ শুরু করে দেন। দীর্ঘক্ষণ হোটেলের সামনের রাস্তা বসে থাকেন তাঁরা। অবিলম্বে এই সংস্কৃতি বন্ধের দাবি জানান তাঁরা। ফের এমন হলে বৃহত্তর আন্দোলন হবে বলে হুমকিও দেন তাঁরা। এদিন ধৃতদের দুর্গাপুর আদালতে তোলা হয়। পুলিশ চক্রের মূল পান্ডার খোঁজ চালাচ্ছে।