দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২২ মার্চ ২০২৪: পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কাটোয়ায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে পান্ডবেশ্বরের তৃণমূল কর্মীদের নিয়ে ফেরার পথে একটি বাস বীরভূমের (Birbhum) ইলামবাজারের কাছে দুর্ঘটনার মুখে পড়ে। তিন জন তৃণমূল কর্মী জখম হন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
তাঁদের দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে আনা হয়। দু’জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। রামচন্দ্র পাসি নামের ৬৪ বছরের তৃণমূল কর্মীর অবস্থা আশঙ্কাজনক। তাঁর মাথায় ও বুকে গুরুতর চোট লাগে। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, ইলামবাজার ঢোকার মুখে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। বাসটিতে প্রায় ৫০ জন তৃণমূল কর্মী সমর্থক ছিলেন।
দুর্ঘটনার খবর পেয়েই হাসপাতালে আসেন মন্ত্রী প্রদীপ মজুমদার ও তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তাঁরা আহত কর্মীদের চিকিৎসার দেখভাল করেন। নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “ঘটনাটি খুব দুর্ভাগ্যজনক। আমরা ওই গুরুতর জখম কর্মীকে হাসপাতালে ভর্তি করেছি। তাঁর চিকিৎসার সব ব্যবস্থা করা হয়েছে। দল সব রকম ভাবে পাশে রয়েছে।’’ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রী প্রদীপ মজুমদারও। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।