দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৪ জানুয়ারি ২০২৪: আগামী ১২ জানুয়ারি থেকে শুরু কাতারে শুরু হচ্ছে এএফসি এশিয়ান কাপ (AFC Asian Cup 2023 )। ভারতের প্রথম ম্যাচ ১৩ জানুয়ারি। ভারতীয় সময় বিকেল ৫টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। ১৮ জানুয়ারি রাত ৮টায় উজবেকিস্তানের বিরুদ্ধে ম্যাচ। ২৩ জানুয়ারি বিকেল ৫টায় সিরিয়ার মুখোমুখি হবে ভারত।
এএফসি এশিয়ান কাপের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে। এছাড়া মোবাইলে জিও সিনেমা অ্যাপ বা ওয়েবসাইট থেকেও সরাসরি সম্প্রচার দেখতে পাওয়া যাবে। এশিয়ার অন্যতম সেরা দল অস্ট্রেলিয়া। মধ্য এশিয়ার শক্তিশালী দল উজ়বেকিস্তান এবং সিরিয়া। তিনটি দলই ক্রম তালিকায় ভারতের থেকে এগিয়ে রয়েছে। স্বাভাবিকভাবেই লড়াই যে কঠিন হবে সে বিষয়ে সন্দেহ নেই। তবে ভারতের ফল নিয়ে আশাবাদী সবাই। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।