দুর্গাপুরে বিজেপি সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি

WhatsApp Group
Join Now
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১২ ফেব্রুয়ারি ২০২৪: সন্দেশখালি ইস্যুতে বিজেপি বিধায়কদের উস্কানির অভিযোগ তুলে ছয় বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেছেন বিধানসভার অধ্যক্ষ। তারই প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদে নেমেছে বিজেপির কর্মী সমর্থকরা। দুর্গাপুরের সিটি সেন্টারে পুরসভা মোড়ে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা।
নেতৃত্ব দেন বর্ধমান-দুর্গাপুর সাংগঠনিক জেলার বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত প্রমুখ। অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে চলে দফায় দফায় ধস্তাধস্তি। এই অবরোধের জেরে ব্যাহত হয় যান চলাচল। পুলিশের মধ্যস্থতায় আধঘন্টা পর স্বাভাবিক হয় পরিস্থিতি।