দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৯ মার্চ ২০২৪: পালিয়ে যাননি। বিদায়ী সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া প্রচারে আসবেন। আপনাদের কাছে উন্নয়নের রিপোর্ট কার্ড তুলে ধরবেন। শুক্রবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের কাঁকসার বটতলা দু’নম্বর কলোনিতে প্রচারে গিয়ে এমনই দাবি করলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।
২০১৯ লোকসভা নির্বাচনে সুরিন্দর সিং আলুওয়ালিয়া অল্প ভোটে জয়লাভ করেন। সাংসদ হিসাবে কোনও কাজ করেননি বলে তৃণমূলের অভিযোগ। পাঁচ বছরে তিনি কী কাজ করেছেন সেই রিপোর্ট প্রকাশ করার দাবিও তুলেছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। এদিন তার জবাব দেন দিলীপ। সঙ্গে ছিলেন বর্ধমান সদরের জেলা সভাপতি অভিজিৎ তা, দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)