অমৃত বচন: প্রভু তুমি দুঃখ-কষ্টে আমাদের সহায় হও। মানুষের সহায়তা লাভের প্রতি নিশ্চিত বিশ্বাস রেখেও বলা যায়, আমরা প্রায়ই তা পাই না। মানুষের সহায়তার কোন মূল্য নেই। আবার এমনও দেখা যায়, যেখানে আমরা মোটেই আশা করি না, সেই ক্ষেত্রে বেশি সাহায্য পাওয়া যায়। সুতরাং মানুষের নিকট আশা রাখা বৃথা। আমরা দুর্বল, আমরা অস্থির! তাড়াতাড়ি আমরা প্রলুব্ধ হয়ে থাকি, এবং খুব শীঘ্রই আমাদের আমূল পরিবর্তন হয়ে থাকে। এমন সতর্ক কে আছে, যে কখনও কোনও বিষয়ে প্রতারিত হবে না বা বিপদে কিংকর্তব্যবিমূঢ় হবে না।
কিন্তু প্রভু, যিনি তোমাতে বিশ্বাস স্থাপন করেছেন এবং যিনি একান্ত মনে তোমাকেই কামনা করেন, তিনি এত সহজে বিচলিত হবেন না। কারণ যিনি শেষ পর্যন্ত তোমাতেই নির্ভর করেন, তুমি তাঁকে কখনো পরিত্যাগ কর না। বিপদে আপদে পাশে এসে দাঁড়াবার মতো বন্ধু দুর্লভ। নাথ! একমাত্র তুমিই সর্বকালের বিশ্বস্ত বন্ধু, তোমার মতো আর কেউ নেই। শান্তি লাভ করতে হলে অপর লোক সম্পর্কে নীরব থাকা কত কল্যানকর। যে যা বলে, তার ভাল-মন্দ বিচার না করে সবকিছু বিশ্বাস না করা অথবা গুজবে সহজে কর্ণপাত না করা, অন্তর্যামীরূপে তোমার সন্ধান করা কত মঙ্গলজনক।—(সংকলক: সন্দীপ সিনহা)