দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১১ মার্চ ২০২৪: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর ইস্পাত কারখানায় গলিত লোহা ছিটকে ঝলসে গিয়েছিলেন ৫জন। তার মধ্যে ইতিমধ্যেই সর্বশিৎ ধাঙর নামে এক ট্রেড অ্যাপ্রেন্টিসের মৃত্যু হয়েছে। সোমবার মারা গেলেন আরও এক ট্রেড অ্যাপ্রেন্টিস। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বিনয় কুমার হরিজন (২২), অন্ডালের কাজোড়া এলাকার বাসিন্দা।
জানা গিয়েছে, গত ২৯ ফেব্রুয়ারি রাষ্ট্রায়ত্ত সংস্থা সেইলের দুর্গাপুর ইস্পাত কারখানার (ডিএসপি) এসএমএস বিভাগে ফুটন্ত লোহার তরল ছিটকে ঝলসে যান দুই ট্রেড অ্যাপ্রেন্টিস, এক আধিকারিক, এক স্থায়ী ও এক ঠিকা শ্রমিক। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের বিধান নগরের বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সম্প্রতি মারা যান সর্বশিৎ। এবার মারা গেলেন বিনয়। নিরাপত্তা নিয়ে আতঙ্কিত শ্রমিকরা। কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম ক্ষুব্ধ শ্রমিক সংগঠনগুলি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।