![WhatsApp Image 2023-12-25 at 17.25.31](https://i0.wp.com/durgapur24x7.com/wp-content/uploads/2023/12/WhatsApp-Image-2023-12-25-at-17.25.31.jpeg?fit=1024%2C768&ssl=1)
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৫ ডিসেম্বর ২০২৩: মোমবাতি আর গোলাপ দিয়ে শ্রদ্ধাঞ্জলি। যীশুখ্রীষ্টের জন্মদিনে উপচে পড়া ভিড় চার্চে চার্চে। ব্যতিক্রম নয় পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের সিটি সেন্টারের সেন্ট তেরেসা ক্যাথলিক চার্চও। উপচে পড়লো ভিড়। দুর্গাপুর থানার পুলিশের কড়া নজরদারি রয়েছে। চার্চের বাইরে বসেছে মেলা। দুর্গাপুর সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষের সমাগম হয়েছে। লম্বা লাইন পৌঁছে গিয়েছে সিটি সেন্টার বাস স্ট্যান্ড পর্যন্ত।
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
WhatsApp Group
Join Now