
দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৩ জানুয়ারি ২০২৪: গঙ্গাসাগর (Gangasagar) মেলায় যাওয়ার পথে উত্তরপ্রদেশের তিন সাধুকে পুরুলিয়ায় (Purulia) বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করার ব্যবস্থা করে। পুলিশ ঘটনায় জড়িত অভিযোগে মোট ১২ জনকে গ্রেফতার করেছে।
কাশীপুর থানার গৌরাঙ্গডি মোড়ে উত্তরপ্রদেশের সাধুদের গাড়িটি থামে। স্থানীয়দের অভিযোগ, সাইকেল নিয়ে যাওয়া তিন তরুণীকে গাড়ি নিয়ে ধাওয়া করেন গেরুয়া বসনধারী সাধুরা। তরুণীরা সাইকেল ফেলে পাশের ইটভাটায় আশ্রয় নেয়। তখন ‘ছেলে ধরা’ সন্দেহে সাধুদের মারধর (Lynching) করা হয় বলে অভিযোগ। রাজ্যপাল সিভি আনন্দের বক্তব্য, এই ঘটনা কাম্য নয়। পরিস্থিতির দিকে নজর রাখতে হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
WhatsApp Group
Join Now