দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২ জানুয়ারি ২০২৪:মুর্শিদাবাদে (Murshidabad) এক বাংলাদেশী মহিলার অপমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি। শৌচালয়ে পড়ে যান তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। মুর্শিদাবাদের রানিনগরের মোহনগঞ্জ বাহারপাড়ার ঘটনা।
মৃত মহিলার নাম টুলুওয়ারা বিবি (৪৬)। বাড়ি বাংলাদেশের রাজশাহীর উজিরপুকুর করকরি হাট। মাসদেড়েক আগে তিনি স্বামীর সঙ্গে রানিনগরের বাহারপাড়া এলাকায় তাঁর মামাতো ভাই পালু বাহারের বাড়িতে বেড়াতে আসেন। স্বামী বাংলাদেশে ফিরে যান। তিনি রয়ে যান। সোমবার সন্ধ্যায় শৌচালয়ে ঢুকে তিনি পড়ে গিয়ে অসুস্থ হন।
তাঁকে দ্রুত রানিনগরের গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ডোমকল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতালে যাওয়ার আগেই তিনি মারা যান। হৃদরোগে তাঁর মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকেরা। দেহ বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।