এ মাসের শেষেই বাজারে আসছে ‘বর্ধমান মিল্ক’

দুর্গাপুর দর্পণ, বর্ধমান, ২০ আগস্ট ২০২৩: এ মাসের শেষেই বাজারে আসছে ‘বর্ধমান মিল্ক’। পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) প্রিয়াঙ্কা সিংলা জানিয়েছেন, আপাতত জেলার কয়েকটি দোকান থেকে বর্ধমান মিল্কের প্যাকেট বিক্রি হবে। ধীরে ধীরে দুধের উত্পাদন বাড়ানো হবে। দোকানের সংখ্যাও বাড়বে। এর ফলে যেমন দুধ উত্পাদকদের সুবিধা হবে তেমনি ক্রেতারা উপযুক্ত গুণমানের দুধ পাবেন।