দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৫ ফেব্রুয়ারি ২০২৪: লোকসভা নির্বাচন ঘোষণার সময় এগিয়ে আসছে। ১ মার্চ থেকে এ রাজ্যে নামছে ১০০ কোম্পানির কেন্দ্রীয় বাহিনীও। প্রার্থীর নাম ঘোষণা হয়নি ঠিকই। তবে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে আগাম দেওয়াল লিখন শুরু করে দিল বিজেপি (BJP)।
দুর্গাপুর পুরসভা সংলগ্ন জাতীয় সড়কের উড়ালপুলের নিচে দুর্গাপুর ২ নম্বর মন্ডলের বিজেপির কর্মীরা দেওয়াল লিখন করেছেন। মন্ডল সভাপতি নীল চক্রবর্তী জানান, এই লোকসভা নির্বাচনেও বিজেপি বিপুল ভোটে জয়লাভ করবে। সেই লক্ষ্য নিয়েই তাঁরা দেওয়াল লিখনে নামলেন। প্রার্থীর নাম ঘোষণা হলে প্রার্থীর নাম দিয়ে শুরু হবে প্রচার। তবে দেওয়াল লিখনে এখন পর্যন্ত কেউ বাধা দেননি বলে জানান তিনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।