দুর্গাপুর দর্পণ, অন্ডাল ১১ ফেব্রুয়ারি ২০২৪: রবিবার সকালে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের অন্ডাল থানার মুকুন্দপুর ও পলাশকোলের মধ্যবর্তী এলাকায় এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন প্রাতঃভ্রমণকারীরা। হাইড্রেনের পাশে উপুড় হয়ে পড়ে ছিল দেহটি। খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।
খনিতে চাকরির লোভে ছেলের হাতে বাবা খুনের পর মাস কাটতে না কাটতেই ফের খনি কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম গঙ্গাধর প্রধান (৪৫)। বাড়ি অন্ডালের মুকুন্দপুরে। স্থানীয় বাসিন্দা বিনোদ হাঁড়ি জানান, তিনি দেহটি সেখানে পড়ে থাকতে দেখে প্রতিবেশীদের খবর দেন। বিষয়টি জানাজানি হতেই মৃত ব্যক্তির পরিচয় প্রকাশ্যে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।