![20240210_145828](https://i0.wp.com/durgapur24x7.com/wp-content/uploads/2024/02/20240210_145828-scaled.jpg?fit=1024%2C1024&ssl=1)
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর ১০ ফেব্রুয়ারি ২০২৪: দাউ দাউ করে ১৯ নম্বর জাতীয় সড়কের উপর জ্বলছে গাড়ী। স্তব্ধ ট্রাফিক। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ডিভিসি মোড়ের ঘটনা। বিধাননগরের এক বাসিন্দা গাড়িতে করে মাকে নিয়ে জাতীয় সড়ক ধরে গান্ধী মোড়ের একটি বেসরকারি হাসপাতালে যাচ্ছিলেন।
হঠাৎ ডিভিসি মোড়ে ওই গাড়ি থেকে ধোঁয়া বের হতে থাকে। তারা কোনক্রমে গাড়ি থেকে নামতেই দাউ দাউ করে আগুন ধরে যায় গাড়িতে। দাউ দাউ করে জ্বলতে থাকে গাড়ি। কালো ধোঁয়ায় ঢেকে যায় জাতীয় সড়ক। যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুরের দমকলের একটি ইঞ্জিন। দমকল বাহিনীর প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গাড়ির মালিক জানান, মায়ের চিকিৎসার জন্য গান্ধী মোড়ের বেসরকারি হাসপাতালে যাচ্ছিলেন। ডিসিসি মোড়ের সামনে কিছু বুঝে ওঠার আগেই গাড়িতে আগুন ধরে যায়। কোনক্রমে প্রাণে বেঁচেছেন তারা। দমকলের আধিকারিক সাবাব আলী বলেন, “প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের জেরে এই অগ্নিকাণ্ড। কেউ আহত হননি। তবে গাড়িটি ভস্মীভূত হয়ে গিয়েছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।