![katwa PS](https://i0.wp.com/durgapur24x7.com/wp-content/uploads/2023/05/katwa-PS.jpg?fit=297%2C170&ssl=1)
সেই মতো পরিবারের লোকজনদের নিয়ে কাটোয়ায় আসেন নয়ন। কিন্তু পাত্রী কোথায়?
——————————————-
দুর্গাপুর দর্পণ, কাটোয়া, ১৯ ডিসেম্বর ২০২৩: টোপর পরে ‘রেডি’ পাত্র। আচমকা হাওয়া হয়ে গেল পাত্রী! চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কাটোয়ায়। নদিয়ার বালিয়াডাঙার ফরিদপুর গ্রামের যুবক নয়ন ঘোষ কর্মসূত্রে জয়পুরে থাকেন। ফোনে পরিচয় হয়। তারপর প্রেম। একাধিকবার দেখা-সাক্ষাতের পরে বিয়ের সিদ্ধান্ত নেন দু’জনে। কিন্তু বিয়ের রাতেই চরম বিভ্রাট!
কাটোয়া থানায় অভিযোগ জানিয়েছেন নয়ন। তিনি জানিয়েছেন, এক পরিচিতের মাধ্যমে পরিচয় হয় বর্ধমানের দত্তপাড়ার যুবতী বিউটির সঙ্গে। রবিবার ছিল বিয়ের দিন। বিউটি জানিয়েছিলেন, কাটোয়ায় মাসির বাড়িতে তাঁদের বিয়ে হবে। স্থানীয় একটি মন্দিরে গিয়ে বিয়ে করার কথা ছিল তাঁদের।
সেই মতো পরিবারের লোকজনদের নিয়ে কাটোয়ায় আসেন নয়ন। কাটোয়া ফেরিঘাটে আসার পর থেকে আর বিউটির সঙ্গে যোগাযোগ করতে পারেননি নয়ন। কার্যত হাওয়া হয়ে গিয়েছেন বিউটি! এভাবে মানসম্মান নষ্ট হওয়ায় ক্ষোভে পুলিশকে বিউটির ছবি দিয়ে থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি।
স্কুটির ভিতরে সাপ
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।